ছোট বেলা থেকেই ভালো কিছু খাবার মানুষকে খাওয়াতে ইচ্ছা হতো। বড় হয়ে জানতে পেরেছি শহুরে ভাষায় সেগুলকে অর্গানিক-ফুডস বলে। অর্থাৎ নির্ভেজাল খাবার বা খাঁটি পণ্য। প্রায় ১৮কোটি মানুষের মাঝে কিছু মানুষকে হলেও বিশ্বস্ততার সাথে নির্ভেজাল এবং ভালো কিছু খাবার খাওয়াতে আমি ভীষণ উদ্যমী। সেই ইচ্ছা থেকেই উদ্যোক্তা হবার প্রয়াস। বাংলার সুজলা শ্যামলা ফুল ও ফসল জন্মানো উর্বর মাটির মতোই সতেজ ও খাঁটি পণ্য নিয়ে আম জনতার গাড়ি পৌঁছাবে আপনার বাড়ি।
আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ছড়িয়ে যেতে চাই প্রতিটি দুয়ারে দুয়ারে।
–Abdullah Masud
Founder, আমের গাড়ি - Aamer Gari